 
              প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৩, ১১:৪৪ পিএম
-20230209114411.jpg) 
                 ছবিঃ সিটি নিউজ ঢাকা
কামরুল হাসান রুবেল, সাভার প্রতিনিধি
ঢাকার সাভারে সাত হাজার পিস ইয়াবাসহ মির্জা আবিদ বেগ (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা জেলা উওর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) আশুলিয়ার পলাশবাড়ী ইউনাইটেড হাউজিং এলাকা থেকে ইয়াবা বিক্রয়ের সময় ওই যুবককে আটক করে ডিবি পুলিশ।
আটক মাদক সম্রাট মির্জা আবিদ বেগ (৪০), আশুলিয়ার পলাশবাড়ী ইউনাইটেড হাউজিং (ব্লক-এ) এলাকায় নিজ বাসায় বসবাস করতেন।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ইনচার্জ (ওসি) মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) জানান, আশুলিয়ার পলাশবাড়ী ইউনাইটেড হাউজিং এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মির্জা আবিদ বেগকে আটক করা হয়। পরে তাকে তল্লাশি করলে ৭০০০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় ।
এঘটনায় আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে ।
সাজেদ/
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      