 
              প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৩, ০৩:৪৭ পিএম
 
                 
                            
              বঙ্গোপসাগরে এফবি ভাই ভাই নামে বরগুনার একটি মাছ ধরার ট্রলারে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতের হামলা থেকে বাঁচতে ট্রলারের ১৮ জেলের মধ্যে ৯ জেলে সমুদ্রে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছেন। এ ছাড়াও অপর ৯ জেলের মধ্যে একজন গুলিবিদ্ধ ও ৮ জনকে কুপিয়ে জখম করা হয়েছে।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে পটুয়াখালীর পায়রা বন্দর থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে দক্ষিণ বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটে।
আহত ও নিখোঁজ জেলেদের বাড়ি বরগুনা সদর, পাথরঘাটা, তালতলী ও আমতলী উপজেলার বিভিন্ন এলাকায়।
নিখোঁজ জেলেরা হলেন- কাইউম জোমাদ্দার (৩৫), ইয়াছিন জোমাদ্দার (৩২), আবুল কালাম (৫৮), শফিকুল মাঝি (৩৫), খাইরুল ইসলাম (৪০), আবদুল আলীম (৫৫), ফরিদ (৩৮), আবদুল হাই (৪০)। এছাড়া নিখোঁজ অপর এক জেলের নাম জানা যায়নি।
আহত জেলেরা হলেন- মো. মিরাজ হোসেন, আফজাল হোসেন, আলমগীর হোসেন, রায়হান, আ. করিম, খোকন মিয়া, নুর মোহাম্মদ, মধু মিয়া ও আব্দুল হক। আহতদের মধ্যে খোকন, মধু ও আব্দুল হকের অবস্থা আশঙ্কাজনক।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী।
                      
এনএমএম/এএল
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      