 
              প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৩, ১১:৩৫ পিএম
-20230226113502.jpg) 
                 ছবিঃ সিটি নিউজ ঢাকা
ঝালকাঠিতে সরকারি কাজে বাঁধাদান ও পুলিশের ওপরে হামলা করে গুরুতর জখম করার অভিযোগে পুলিশ বাদি হয়ে মামলা করেছে।
এতে কেন্দ্রীয় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম ও কেন্দ্রীয় যুবদলের প্রশিক্ষন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট আব্দুর রহিমসহ নাম ধারী ৩৮ এবং অজ্ঞাত ১০০ থেকে ১৫০ জন বিএনপি নেতা-কর্মীকে আসামী করা হয়েছে।

শনিবার দিবাগত রাত পৌনে ১২ টার দিকে ঝালকাঠি সদর থানার এসআই দেবাশীষ মোদক বাদি হয়ে এই মামলা দায়ের করেন। এই মামলা এখন পর্যন্ত ১৬ জন নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
মামলার এজাহার সুত্রে জানাগেছে, শনিবার ঝালকাঠিতে পদযাত্রা কর্মসূচী শেষে পুলিশের ওপরে অর্তকিত ভাবে হামলা করে বিএনপি নেতা-কর্মীরা । এতে ঝালকাঠি সদর থানার ওসি অপারেশন ফিরোজ কামালসহ ৬ পুলিশ সদস্য আহত হন। এঘটনায় সরকারি কাজে বাঁধাদান ও পুলিশের ওপরে হামলা করে গুরুতর জখম করার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
ঝালকাঠি সদর থানার ওসি নাসির উদ্দিন সরকার মামলার তথ্য নিশ্চিত করে বলেন, এখন পর্যন্ত ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারের চেষ্ঠা চলছে।
সাজেদ/
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      