 
              প্রকাশিত: মার্চ ৩, ২০২৩, ০৪:৪৫ পিএম
 
                 ছবি: সংগৃহীত
নেত্রকোনার মদন উপজেলায় বিয়ের দাবিতে ১৯ বছরের এক তরুণী প্রেমিকের বাড়িতে দুদিন ধরে অনশন করছেন।
গত বুধবার (১ মার্চ) দুপুরে উপজেলার নায়েকপুর ইউনিয়নের চন্দ্রতলা গ্রামে প্রেমিক হামজা মিয়ার বাড়িতে অনশন শুরু করেন ওই তরুণী। তার বাড়ি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায়। তবে বুধবার সকাল থেকে প্রেমিক হামজা মিয়া পলাতক।
বিয়ের দাবিতে অবস্থান নেওয়া তরুণী বলেন, ‘তিন বছর ধরে আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক। হামজা বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এখন অস্বীকার করছে। ২৬ ফেব্রুয়ারি হামজার বাড়িতে এলে তার বাবা আবু বক্কর আমাকে বিয়ের আশ্বাস দিলে বাড়ি চলে যাই। এখন তার পরিবারও এ সম্পর্ক মানতে নারাজ। তাই বাধ্য হয়েই হামজার বাড়িতে এসে অবস্থান নিয়েছি। বিয়ে না করলে আত্মহত্যা করবো।’
সাবেক ইউপি সদস্য বাবুল মিয়া বলেন, ‘হামজার বাড়িতে বিয়ের দাবিতে একটি মেয়ে অনশন করছে। মেয়েটিকে তার চাচা মারধর করেছেন বলে শুনেছি। আমরা চাই এর সুষ্ঠু সমাধান।’
বিয়ের বিষয়ে অস্বীকার করে প্রেমিক হামজার মন্তব্য পাওয়া না গেলেও তার বাবা আবু বক্কর বলেন, ‘ছেলের সঙ্গে ওই মেয়ের প্রেমের সম্পর্ক ছিল না।’
এ বিষয়ে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাওহিদুর রহমান জাগো নিউজকে বলেন, ‘এ নিয়ে ওই নারী এখনো থানায় কোনো অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      