• ঢাকা শুক্রবার
    ০২ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২
চাঁপাইনবাবগঞ্জে

ছিনতাইয়ের অভিযোগে ছাত্রলীগ নেতা কারাগারে

প্রকাশিত: মার্চ ১০, ২০২৩, ১১:২৯ পিএম

ছিনতাইয়ের অভিযোগে ছাত্রলীগ নেতা কারাগারে

ছবিঃ সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ছিনতাইয়ের অভিযোগে রাজন আলী (২৫) নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ মার্চ) রাতে শিবগঞ্জ বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রাজন শিবগঞ্জ পৌর এলাকার শেখটোলার বাসিন্দা ও শিবগঞ্জ পৌর ছাত্রলীগের সহসভাপতি।

শিবগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহাম্মদ মুঠোফোনে সিটি নিউজ ঢাকাকে বলেন, রাজনের বিরুদ্ধে মোবাইলসহ বিভিন্ন ছিনতাইয়ের অভিযোগ রয়েছে। গতকাল রাতে তাকে গ্রেপ্তার করে আজ শুক্রবার (১০ মার্চ) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শিবগঞ্জ পৌর ছাত্রলীগের সভাপতি মো. আলি রাজ বলেন, রাজন আলী শিবগঞ্জ পৌর ছাত্রলীগের ঘোষিত আংশিক কমিটিতে সহসভাপতির দায়িত্বে আছেন।

 

সাজেদ/

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ