• ঢাকা শনিবার
    ০২ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

পাসপোর্ট করতে গিয়ে আটক ভারতীয় নারী

প্রকাশিত: মার্চ ১৩, ২০২৩, ০৫:১২ পিএম

পাসপোর্ট করতে গিয়ে আটক ভারতীয় নারী

ছবি: সংগৃহীত

মাগুরা প্রতিনিধি

ভারতীয় এক নারীকে আটক করেছে পুলিশ মাগুরা আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে।

সোমবার মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাব্বারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার (১২ মার্চ) দুপুরে তাকে আটক করা হয়।

আটককৃত সবিতা রানী বিশ্বাস ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হাটবাহিরগাছি গ্রামের অধীর ঘোষের স্ত্রী।

পাসপোর্ট অফিস সূত্র জানা গেছে, রোববার সকালে পাসপোর্টের জন্য আবেদন জমা দেন সবিতা। এ সময় আবেদনের সঙ্গে তিনি মাগুরার শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামের শিরিশ চন্দ্র বিশ্বাসের মেয়ে হিসেবে জাতীয় পরিচয়পত্র ও নাগরিকত্বের সনদ উপস্থাপন করেন। কাগজপত্র যাচাই-বাছাইকালে সবিতা রানীর কাগজপত্রের সঙ্গে ভারত সরকারের দেওয়া ‘আধার কার্ড’ পাওয়া যায়। সেখান থেকে জানা যায় সবিতা রানী ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হাটবাহিরগাছি গ্রামের অধীর ঘোষের স্ত্রী। এ সময় তাকে পুলিশে সোপর্দ করা হয়।

আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক নাসরিন পারভিন নূপুর জানান, রোববার দুপুরে সবিতা ভারতীয় নাগরিক নিশ্চিত হলে পুলিশে সোপর্দ করা হয়।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাব্বারুল ইসলাম জানান, রোববার দুপুরে সবিতাকে আটক করা হয়েছে। তবে একই ব্যক্তির কাছে উভয় দেশের নাগরিকত্বের পরিচয়বাহী কাগজপত্র থাকার বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে।

 

এএল/

আর্কাইভ