 
              প্রকাশিত: মার্চ ১৩, ২০২৩, ০৫:৫২ পিএম
-20230313055213.jpg) 
                 ছবি: সংগৃহীত
নওগাঁর পত্নীতলা উপজেলায় এক প্রতারক প্রেমিক পুলিশ পরিচয়ে পাত্রী দেখতে এসে আটক হয়েছেন।
গত রোববার (১২ মার্চ) পত্নীতলা থানার এসআই জাফর আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত শনিবার (১১ মার্চ) রাতে উপজেলার দিবরদিঘী এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। আটককৃত ব্যক্তি হলেন, রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের লোকমান মিয়ার ছেলে সোহেল রানা (২৪)।
স্থানীয়রা জানান, মহদিপুর গ্রামের আলমগীর হোসাইনের মেয়ের সঙ্গে মোবাইল ফোনে কথোপকথন হয় রানার। পুলিশে চাকরি করেন বলে নিজেকে পরিচয় দেন তিনি। পরে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। শনিবার বিকেলে প্রেমিকাকে দেখতে তাদের বাড়ি আসেন রানা। এ সময় তার পরনে ছিল পুলিশের পোশাক। এ সময় মেয়ে দেখার একপর্যায়ে তার কথাবার্তায় সন্দেহ হয় বাড়ির লোকজনের। পরে থানা পুলিশে সংবাদ দেয় মেয়েটির পরিবার। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করলে, তিনি ভুয়া পুলিশ বিষয়টি স্বীকার করেন। পরে তাকে আটক করে থানায় নেয়া হয়েছে।
এসআই জাফর আহমেদ জানান, শনিবার রাতে সোহেল রানাকে আটক করা হয়েছে। রোববার সকালে মেয়ের বাবা বাদী হয়ে থানায় একটি প্রতারণার মামলা দায়ের করেন।
/এএল
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      