• ঢাকা শনিবার
    ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ৩৫

প্রকাশিত: মার্চ ১৮, ২০২৩, ০৭:১৮ পিএম

কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ৩৫

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের সদর উপজেলায় কুকুরে কামড়ে নারী-শিশু-বৃদ্ধসহ ৩৫ জন আহত হয়েছেন।

শুক্রবার (১৭ মার্চ) বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সদর উপজেলার কৈজুরি ও পাশের কানাইপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কানাইপুরের হলুদবাড়িয়া গ্রাম থেকে একটি লাল রঙের কুকুর হঠাৎ করে সবাইকে কামড় দেয়া শুরু করে। প্রথমে কামড় দেয় হলুদবাড়িয়া গ্রামের মিম নামে দুই বছরের এক শিশুকে, এরপর সবশেষে শোলাকুন্ডু গ্রামে কুকুরটি তাণ্ডব চালায়। ফলে এলাকায় আতঙ্ক নেমে আসে। পরে শোলাকুন্ডু এলাকায় সন্ধ্যা ৭টার দিকে কুকুরটিকে পিটিয়ে মেরে ফেলে এলাকাবাসী।

কুকুরের কামড়ে আহত ৩৩ জনকে ফরিদপুর জেনারেল হাসপাতালে আনা হলে গুরুতর আহত ১৩ জনকে ভর্তি করা হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়।

ফরিদপুর জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মুনতাসির হাসান জিসান জানান, বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত কুকুরের কামড়ে আহত রোগীরা হাসপাতালে আসেন। গুরুতর আহত রোগীদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কুকুরের কামড়ে আহতরা এখন শঙ্কামুক্ত।

 

/এএল

আর্কাইভ