 
              প্রকাশিত: মার্চ ২০, ২০২৩, ১০:০৩ পিএম
 
                 বগালেক।ছবি : সংগৃহীত
বান্দরবানের রুমা উপজেলায় চান্দের গাড়ি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও ৯ জন।
সোমবার (২০ মার্চ) দুপুরে রুমা সদর থেকে বগালেকগামী একটি ট্রাকের সঙ্গে বগালেক থেকে রুমা সদরের দিকে আসা একটি ট্রাকের সংঘর্ষে ট্রাক দুইটি সড়ক থেকে ছিটকে খাদে পড়ে যায়। রুমা থানার ওসি আলমগীর হোসেন এ খবর জানিয়েছেন।
এখন পর্যন্ত নিহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি। আহত ৯ জনকে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে।
জানা গেছে, চান্দের গাড়িটি রুমা বাজার থেকে আজ দুপুরে বগা লেকে পৌঁছালে বিপরীত দিক থেকে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ৬ জন নিহত ও ৯ জন আহত হন।
 
আরিয়ানএস/এএল
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      