 
              প্রকাশিত: মার্চ ২৫, ২০২৩, ১১:৪২ পিএম
-20230325114204.jpg) 
                 
                            
              ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় রোজায় বাজার করতে না পারায় স্ত্রীর সঙ্গে অভিমান করে এক ব্যক্তি আত্মহত্যার অভিযোগ উঠেছে।
শনিবার (২৫ মার্চ) আখাউড়া থানার ওসি আসাদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকালে উপজেলার মোগড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি উপজেলার মোগড়া ইউনিয়নের নিলাখাদ গ্রামের বীর মুক্তিযোদ্ধা জহিরুল হকের ছেলে নয়ন (৪৬)।
জানা গেছে, নয়ন মাদক সেবন করতেন। মাদকাসক্ত হওয়ায় পরিবারের তেমন কোনো খোঁজ রাখত না। এসব বিষয় নিয়ে সংসারে ঝগড়াঝাটি লেগেই থাকত। ঘরে বাজার-সদায় না থাকায় স্ত্রী নয়নকে শনিবার সকালে রোজার বাজার (নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি) আনতে বলেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বাগবিতণ্ডা হয়। এসব বিষয়ে স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা করতে পারেন বলে স্থানীয় বাসিন্দারা প্রাথমিকভাবে ধারণা করছেন।
ওসি আসাদুল ইসলাম বলেন, শনিবার সকালে নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস অবস্থায় নয়নকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। তবে পারিবারিক কলহে নয়ন আত্মহত্যা করে।
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      