• ঢাকা শুক্রবার
    ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

উখিয়ায় পাহাড়ধসে ৩ রোহিঙ্গার মৃত্যু

প্রকাশিত: মার্চ ২৯, ২০২৩, ০৯:০৫ পিএম

উখিয়ায় পাহাড়ধসে ৩ রোহিঙ্গার মৃত্যু

চট্টগ্রাম ব্যুরো

কক্সবাজারের উখিয়ায় পাহাড়ধসে তিন রোহিঙ্গা শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ মার্চ) ভোরে উখিয়া সদরের মুহুরিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উখিয়ার ১৪ নম্বর ক্যাম্পের আবদুল মোতালেবের ছেলে জাহেদ হোসেন (২২), ১৭ নম্বর ক্যাম্পের সুলতান আহমেদের ছেলে নুর কবির (৩০) ও ১৯ নম্বর ক্যাম্পের মিন্টু হোসেনের ছেলে সৈয়দ আকবার (৩৩)। 
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপনে পাহাড় কাটার জন্য রোহিঙ্গা শ্রমিকদের ব্যবহার করছে একটি চক্র। ভোরে পাহাড় কাটার সময় মাটিতে চাপা পড়েন কয়েক শ্রমিক। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও বন বিভাগ ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা শুরু করে। এ পর্যন্ত তিন রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়েছে। আর কেউ আছে কি না তা দেখা হচ্ছে।

ঘটনার পর থেকে পাহাড় কাটায় জড়িতরা আত্মগোপনে রয়েছেন। ফলে আর কেউ নিখোঁজ আছে কি না জানা যাচ্ছে না। উখিয়া বনবিট কর্মকর্তা গাজি মো. শফিউল আজম জানান, গোপনে একটি চক্র পাহাড় কাটতে গিয়ে এমন ঘটনা ঘটে। জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

এএল

আর্কাইভ