 
              প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৩, ০১:০৬ এএম
-20230405130651.jpg) 
                 
                            
              বরিশালের গৌরনদী পৌরসভার সুন্দরদী মহল্লা থেকে ইতি বেগম (২০) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি বার্থী ডিগ্রি কলেজ থেকে এ বছর এইচএসসি পাস করেছেন।
বুধবার (৫ এপ্রিল) দুপুরে মরদেহটি উদ্ধার করে পুলিশ। ইতি বেগম ওই মহল্লার মানিক শরীফের মেয়ে।
পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে বসতঘরের আড়ার সঙ্গে ইতির ঝুলন্ত মরদেহ দেখে থানায় খবর দেয় পরিবারের সদস্য ও এলাকাবাসী। পরে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। বিকেল মরদেহটি ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
গৌরনদী মডেল থানার ওসি আফজাল হোসেন গণমাধ্যমকে বলেন, পরিবারের পক্ষ থেকে আত্মহত্যার কোনো কারণ জানাতে পারেননি। এ ঘটনায় অপমৃত্যু মামলা করা হয়েছে।
বিএস/
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      