• ঢাকা শুক্রবার
    ৩০ জানুয়ারি, ২০২৬, ১৭ মাঘ ১৪৩২

ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত

প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৩, ০৭:৪১ পিএম

ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত

ছবি: সংগৃহীত

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর নিয়ামতপুর উপজেলার ভাদর দণ্ডগ্রামে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (৮ এপ্রিল) নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন বিকেল সাড়ে ৩টায় ওই গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি উপজেলার শালবাড়ি গ্রামের শামস উদ্দীনের ছেলে মোরশেদ আলম (২৫)।

স্থানীয়রা জানান, শনিবার সকালে ওই গ্রামের সড়কের পাশে একটি গভীর নলকূপের নিচে আলমকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় সংবাদ দেয়। পরে সংবাদ পেয়ে বিকেল সাড়ে ৩টায় আলমের মরদেহ উদ্ধার করে পুলিশ।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, শনিবার বিকেলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে ট্রান্সফরমার চুরির কাজে ব্যবহৃত সরঞ্জামাদি উদ্ধার করা হয়। নিহতের শরীরে বিভিন্ন জায়গায় বিদ্যুৎস্পৃষ্টের চিহ্ন ছিল। ট্রান্সফরমার চুরি করার সময় বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

 

জেকেএস/

আর্কাইভ