 
              প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৩, ১২:৫৭ এএম
-20230411125711.jpg) 
                 ছবি: সংগৃহীত
ঝালকাঠির নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি অ্যাম্বুলেন্স চালক মো. রোমেন হাওলাদারকে (৩৯) মাদকদ্রব্য দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় সাময়িক বরখাস্ত করা হয়েছে।
মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন নলছিটি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শিউলি পারভীন।
জানা গেছে, গত শনিবার রাত ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাড়ি রাখার গ্যারেজ থেকে রোমেন হাওলাদারকে গাঁজাসহ গ্রেফতার করে নলছিটি থানা পুলিশ। পরবর্তী সময়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় তাকে জেলহাজতে পাঠালে সোমবার জামিনে মুক্তি পান তিনি।
বরখাস্তের বিষয়ে জানতে চাইলে রোমেন হাওলাদার বলেন, ‘আমি এ বিষয়ে কথা বলতে চাই না। আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন।’
নলছিটি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শিউলি পারভীন বলেন, অ্যাম্বুলেন্সচালক রোমেন হাওলাদারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আপাতত তার কর্মস্থলে যোগদানের সুযোগ নেই।
ঝালকাঠির সিভিল সার্জন ডা. এইচএম জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক মামলার জন্য তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মামলায় সাজা হলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
জেকেএস/
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      