 
              প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৩, ০১:০২ এএম
-20230412130242.jpg) 
                 ছবি: সংগৃহীত
মাদারীপুরে মাদককারবারী সহোদর দুই ভাইকে ফেনসিডিলসহ গ্রেফতার করেছে পুলিশ।
আজ বুধবার (১২ এপ্রিল) সদর উপজেলার ঘটকচর থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- সদর উপজেলার দত্তেরহাট গ্রামের আবুল হাশেম কাজীর ছেলে এনায়েত কাজী (৩২) ও বাবুল কাজী (৩৯)।
পুলিশ জানায়, ফেনসিডিলের একটি বড় চালান মাদক ব্যবসায়ীদের কাছে পাইকারি বিক্রি হচ্ছে, এমন খবরে ঘটকচরে অভিযানে যায় সদর মডেল থানা পুলিশ। ঘটকচর বাজারের একটি ফলের দোকানের কাছে মজুদ রাখা ছিল ফেনসিডিল। ফেনসিডিল বিক্রির সময় হাতেনাতে এনায়েত ও বাবুল কাজীকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৪০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে। পরে থানার এসআই কামাল উদ্দিন মিয়া বাদী হয়ে আটক দুই সহোদর ভাইয়ের নামে মাদক আইনে একটি মামলা করেন। পরবর্তীতে দুজনকে আদালতে পাঠানো হয়। বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেন চৌধুরী জানান, আটক দুজন এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে, শিগগিরই মামলার চার্জশিট আদালতে দেয়া হবে।
জেকেএস/
 
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      