• ঢাকা রবিবার
    ১৯ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

ঈদের ছুটিতে পর্যটকদের বরণ করতে প্রস্তুত সাগর কন্যা কুয়াকাটা

প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৩, ১২:৩৯ এএম

ঈদের ছুটিতে পর্যটকদের বরণ করতে প্রস্তুত সাগর কন্যা কুয়াকাটা

ছবি: সংগৃহীত

কুয়াকাটা প্রতিনিধি

সাগর কন্যা কুয়াকাটা ঈদের ছুটিতে পর্যটকদের বরণ করতে প্রস্তুত। টানা ছুটিতে ভ্রমণ পিপাসুরা ছুটে আসবেন সমুদ্র সৈকত কুয়াকাটায় এমনটা প্রত্যাশা পর্যটন ব্যবসায়ীদের। ইতোমধ্যে কুয়াকাটার অধিকাংশ হোটেলে অগ্রিম বুকিং শেষ হয়ে গেছে। আর টুরিস্ট পুলিশ জানিয়েছে পর্যটকদের নিরাপত্তার জন্য সকল ধরনের প্রস্তুতি গ্রহণের কথা।

ঈদের লম্বা ছুটিতে ভ্রমণ পিপাসুরা যান্ত্রিক শহরের একটু ক্লান্তি দূর করতে ছুটে আসবেন সূর্যোদয় ও সূর্যাস্তের বেলাভূমি কুয়াকাটায়। পদ্মা সেতু চালু হওয়ার পরে ফেরিবিহীন সরাসরি ঢাকাসহ সকল জেলা থেকে কুয়াকাটা আসতে পারবে সে জন্য ঈদের ছুটিতে লাখো পর্যটকদের মিলন মেলা হবে কুয়াকাটায়। আথিতেয়তার পসরা সাজিয়ে পর্যটকদের অপেক্ষায় সমুদ্র সৈকত কুয়াকাটার হোটেল ব্যবসায়ীরা।

ঈদের ছুটিকে কাজে লাগিয়ে এবং সরকারি বন্ধের ফাঁকে অনেকেই প্রিয়জনকে সঙ্গে নিয়ে প্রকৃতির অপরূপ সৌন্দর্য সজ্জিত সাগর কন্যাকে উপভোগ করবেন। কুয়াকাটায় পর্যটকদের পদচারণা আশানুরূপ হতে পারে বলে জানালেন হোটেল ব্যবসায়ীরা। দেশের প্রধান পর্যটন কেন্দ্র কুয়াকাটায় বর্তমানে দুই শতাধিক ছোট বড় হোটেল রয়েছে।

পর্যটন শিল্পের সঙ্গে জড়িত ব্যবসায়ীরা জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি ভালো থাকায় ঈদের দুই দিন আগ থেকে টানা ১০ দিন পর্যন্ত তাদের হোটেল বুকিং রয়েছে। তাই পর্যটকদের বরণ করতে হোটেল রিসোর্টগুলো সেজেছে নতুন সাজে। পর্যটকদের আকৃষ্ট করতে নিত্য নতুন পণ্যের পসরা সাজিয়েছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। শেষ মুহূর্তে চলছে হোটেল গুলোতে ধোয়া মোছার কাজ।

কুয়াকাটা সিকদার হোটেল জেনারেল ম্যানেজার এম ডি আলামীন খান উজ্জ্বল জানান, পদ্মা সেতু চালু হওয়ার পর বিগত দিনের চেয়ে কয়েকগুণ পর্যটক বেড়ে গেছে। ঈদের ছুটিতে এ বছর কুয়াকাটায় কয়েকদিনে লাখ লাখ পর্যটক আসবে। ইতোমধ্যে আমাদের হোটেলের ৭০% অগ্রিম হোটেল বুকিং হয়ে গেছে।

এ ছাড়া সাগর পারে বার্মিজ ব্যাবসায়ীরা পর্যটকদের আকৃষ্ট করতে ছোট ছোট বিভিন্ন ধরনের শামুকসহ নিত্য নতুন পণ্যের পসরা সাজিয়ে বসেছেন।

ঈদকে সামনে রেখে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করাতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে কুয়াকাটা টুরিস্ট পুলিশ মো. হাচনাইন, ইনচার্য কুয়াকাটা টুরিস্ট পুলিশ।

 

জেকেএস/

আর্কাইভ