• ঢাকা শুক্রবার
    ১৭ মে, ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

বাবার মরদেহের পাহারায় ছেলে

প্রকাশিত: জুন ২৮, ২০২১, ০৭:৪০ পিএম

বাবার মরদেহের পাহারায় ছেলে

দেশজুড়ে ডেস্ক

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দফতরি স্বপন সরকার (৪৫) বিদ্যালয়ের একটি কক্ষে থাকতেন তিনি। তার স্ত্রী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। সামি সেওয়াগ নামে তাদের দুই ছেলে রয়েছে।

প্রতিদিনের মতো সোমবার (২৮ জুন) সকালেও ওই প্রাথমিক বিদ্যালয়ে আসেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম। ওই সময় দফতরির রুমে তালা মারা দেখেন তিনি। অনেক ডাকাডাকি করেন স্বপনকে। কিন্তু কোনো সাড়াশব্দ দিচ্ছিলেন না ওই দফতরি। পরে অন্য একটি চাবি দিয়ে তালা খোলেন এই শিক্ষক।

তালা খুলে অচেতন অবস্থায় স্বপনকে দেখতে পান শিক্ষক জাহাঙ্গীর আলম। পরে স্কুলের পাশের এক দোকানদারকে ডেকে নিয়ে আসেন তিনি। খবর দেয়া হয় পুলিশেকে। ঘটনাস্থলে এসে স্বপনের লাশ উদ্ধার করে তারা।

ঘটনাটি মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার নোয়াদ্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। নিহত স্বপন সরকার মুন্সিগঞ্জ সদর থানার সুধারচর গ্রামের পেমানন্দ সরকারের ছেলে।

সোমবার বেলা আড়াইটার দিকে মরদেহটি থানায় আনা হয়। সময় থানার বাইরে বাবার লাশ পাহারা দিচ্ছিলেন স্বপনের এক অবুঝ ছেলে। চোখে কান্না না থাকলেও মনমরা হয়ে সেখানে দাঁড়িয়েছিল ওই শিশু।

বিষয়ে মৃতে স্ত্রীর ভাই রিপন হালদার বলেন, ‘স্বপন সরকার ডায়াবেটিসের রোগী ছিলেন। হয়তো তার রক্তের সুগার নিল হয়ে গিয়েছিল অথবা তিনি স্ট্রোক করে মারা গেছেন।

টংগিবাড়ী থানা পুলিশের ওসি হারুন অর রশিদ বলেন, ‘আমরা লাশ উদ্ধার করে থানায় এনেছি। লাশ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে তদন্ত সাপেক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মামুন/এম. জামান

আর্কাইভ