 
              প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৩, ১২:৪৫ এএম
-20230421124539.jpg) 
                 
                            
              বঙ্গবন্ধুর কন্যা দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে কাজ করে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
শুক্রবার দুপুরে নাটোরের সিংড়া পৌর কমিউনিটি সেন্টারে পৌরমেয়র জান্নাতুল ফেরদৌসের ব্যক্তিগত উদ্যোগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
পলক বলেন, নবী করিম হযরত মুহাম্মদ (সা.) বলেছেন এই পৃথিবীতে যে একটা মসজিদ নির্মাণ করবে, মহান আল্লাহপাক তার জন্য বেহেশতে একটা ঘর নির্মাণ করে দেবেন।
আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা নয়, দুটো নয়, একশ নয়, দুইশ নয় সারা বাংলাদেশে একই সঙ্গে ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ করে দিয়েছেন। বঙ্গবন্ধুর কন্যা দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে কাজ করে যাচ্ছেন। আপনারা প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমিন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন প্রমুখ।
বিএস/
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      