 
              প্রকাশিত: মে ২৭, ২০২৩, ০৬:২২ পিএম
-(6)-20230527062230.jpg) 
                 ছবি: সংগৃহীত
নোয়াখালীর বিভিন্ন সড়ক দখল করে চলছে রমরমা ব্যবসা। ইট, বালি, কংক্রিট আর গাছের গুঁড়ি সড়কের পাশে রাখা হচ্ছে দিনের পর দিন। এতে যানবাহন চলাচলের পাশাপাশি চরম দুর্ভোগে পড়তে হয় স্থানীয়দের। উপজেলা প্রশাসন বলছে, বারবার অভিযান চালিয়েও থামানো যাচ্ছে না দখল বাণিজ্য।
সরেজমিন দেখা গেছে, অর্ধেক সড়ক দখল করে যত্রযত্র পড়ে আছে বালু, ইট, কংক্রিট আর গাছের গুঁড়ির স্তূপ। নোয়াখালী-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক, চাটখিল-চৌমুহনী আঞ্চলিক মহাসড়ক ও শাখা সড়কেও নির্মাণসামগ্রী রেখে চলছে ব্যবসা।
এ ছাড়া রাস্তার পাশে ট্রাক, পিকআপ ভ্যান রেখে বালি লোড-আনলোড করার সময় যানজট লেগে যায়। এতে দুর্ঘটনার পাশাপাশি চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।
গত এক বছরে শুধু সড়কে বালি রাখার অপরাধে ১৮টি অভিযান পরিচালনা করে ৩৬টি মামলা দিয়েছে সোনাইমুড়ী উপজেলা প্রশাসন। পাশাপাশি জরিমানা করা হয় ১ লাখ ৮২ হাজার ৫০০ টাকা। তবু এসব দখল বাণিজ্য ঠেকানো যাচ্ছে না।
সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসমাইল হোসেন জানান, বারবার অভিযান চালিয়েও বন্ধ করা যাচ্ছে না এসব কার্যক্রম।
গত এক বছরে সোনাইমুড়ী উপজেলায় সড়কের পাশে বালি রাখায় দুর্ঘটনায় প্রাণ হারান পাঁচজন। আর আহত হন প্রায় ২৫ জন।
জেকেএস/
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      