 
              প্রকাশিত: আগস্ট ৫, ২০২৩, ০২:৫২ এএম
 
                 
                            
              আদালত নিয়ন্ত্রণ করে ফরমায়েশী রায়ের মাধ্যমে তারেক রহমান ও জুবাইদা রহমানকে সাজা দেওয়ায় চুয়াডাঙ্গায় প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি। শুক্রবার বিকালে চুয়াডাঙ্গা জেলা বিএনপির আয়োজনে সাহিত্য পরিষদ চত্বরে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সাজা প্রত্যাহারসহ নানা দাবি দাওয়া তুলে ধরেন বিএনপির নেতা কর্মীরা। তারা বলেন, এ সরকার আদালত নিয়ন্ত্রণ করে এ রায় দিয়েছে।
প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য খন্দকার আব্দুল জব্বার সোনা, খাজা আবুল হাসনাত, মহিলা দলের সভানেত্রী রউফুর নাহার রিনা, সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম প্রমুখ। এছাড়া প্রতিবাদ সমাবেশে বিএনপি ও সহযোগি সংগঠনের অন্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      