 
              প্রকাশিত: আগস্ট ১৯, ২০২৩, ০৩:২৩ এএম
 
                 
                            
              চুয়াডাঙ্গার দামুড়হুদায় ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হারুন অর রশিদ (৫০) নামে একজনের মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ সদর হাসপাতাল মর্গে রাখা আছে। শুক্রবার দুপুরে দামুড়হুদার ব্রাকমোড়ে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় একজন আহত হয়েছে।
নিহত হারুন অর রশিদ দামুড়হুদা উপজেলার ছাতিয়ারতলা গ্রামের আব্দুল আজিজের ছেলে। তার স্ত্রী শামসুন্নাহার গুরুতর আহত হয়েছে।
দামুড়হুদা থানার ওসি আলমগির কবির বলেন, শুক্রবার দুপুরে হারুন অর রশিদ ও তার স্ত্রী মোটরসাইকেল যোগে গ্রামের বাড়ি থেকে চুয়াডাঙ্গায় আসছিল। এ সময় দামুড়হুদা ব্রাকমোড়ে পৌঁছালে বিপরিত দিক থেকে আসা একটি ইজিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়ে। এতে স্বামী-স্ত্রী দুই জন গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেন।
প্রাথমিক চিকিৎসা শেষে দুই জনকে সার্জারি ওয়ার্ডে ভর্তি রাখা হয়। চিকিৎসাধীন অবস্থায় হারুন অর রশিদ মারা যায়। তিনি আরও বলেন, আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। লাশ মর্গে রাখা আছে।
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      