 
              প্রকাশিত: আগস্ট ২০, ২০২৩, ০১:২২ এএম
 
                 
                            
              চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন গ্রাম থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের ৮ নেতা কর্মিকে গ্রেফতার করেছে। আজ শনিবার (১৯ আগষ্ট) ভোরে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, দর্শনা থানার রামনগর গ্রামের বিএনপি নেতা লুৎফর রহমান (৫১), কুন্দিপুর গ্রামের ইসরাইল হোসেন (৫২), হিজলগাড়ি গ্রামের মোতালেব হোসেন (৪৯), তিতুদহ গ্রামের ইস্রাফিল হক (৪৭), যুবদলের আমজাদ হোসেন (৪০), নাছিম আহমেদ (৩৮), মানিক হাসান (৪০) ও মোজাম্মেল হোসেন (৩৪)।
দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা আটকের বিষয় নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। শনিবার দুপুরে চুয়াডাঙ্গা কোর্টে চালান করা হয়েছে।
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      