 
              প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৩, ০২:৫০ এএম
-20230926145016.jpg) 
                 ছবি: সংগৃহীত
সিরাজগঞ্জের বেলকুচিতে স্ত্রীর ওপর অভিমানের জেরে দুই বছরের শিশুপুত্রকে হত্যার অভিযোগ উঠেছে হযরত আলী মুন্সী (৩৫) নামে যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ওই যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে বেলকুচির সুবর্ণসাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক বাবা হযরত আলী মুন্সীকে (৩৫) ছেলেকে হত্যার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার জানান, দাম্পত্য কলহের জেরে স্ত্রীর ওপর অভিমান করে হযরত আলী মুন্সী তার ২ বছর বয়সী শিশুপুত্র জুনায়েদ হোসেনের গলায় গামছা পেঁচিয়ে হত্যা করে। এরপর ছেলের মরদেহ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রেখে তিনি পালিয়ে যান।
স্থানীয়রা বিষয়টি থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। পরে এ ঘটনায় অভিযান চালিয়ে অভিযুক্ত বাবা হযরত আলীকে উপজেলা সদর থেকে আটক করেছে পুলিশ।
ওসি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক হযরত আলী রাগের বশে নিজের শিশুপুত্রকে হত্যা করেছে বলে স্বীকার করেছেন। এ ঘটনায় ওই শিশুর মা লিপি খাতুন বাদী হয়ে স্বামীর বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান ওসি।
সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন
জেকেএস/
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      