 
              প্রকাশিত: অক্টোবর ৪, ২০২৩, ১২:৩৬ এএম
 
                 
                            
              কুমিল্লার লাকসামে ক্রসিংয়ের পাশে মোটরসাইকেল রেখে রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে মারা গেলেন সাইফুল ইসলাম (৩৩) নামে এক শিক্ষক। সোমবার রাত ৮টার দিকে লাকসাম দৌলতগঞ্জ স্টেশনের দক্ষিণে রেলক্রসিংয়ে এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাইফুল ইসলাম নবাব ফয়জুন্নেছা ও বদরুন্নেছা যুক্ত উচ্চ বিদ্যালয়ের খণ্ডকালীন গণিত শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি উপজেলার মুদাফরগঞ্জ উত্তর ইউনিয়ন পশ্চিম আউশপাড়া গ্রামের মিয়াজি বাড়ির সাবেক শিক্ষক মৃত সুলতান আহমদের ছেলে।
লাকসাম জিআরপি থানার ওসি মাসুদ আলম বলেন, সোমবার রাতে লাকসাম-নোয়াখালী রেলপথের দৌলতগঞ্জ রেলস্টেশনের দক্ষিণে একটি রেলক্রসিং আছে। সাইফুল ইসলাম রেলক্রসিংয়ের পশ্চিম পাশে মোটরসাইকেল রেখে রেললাইন অতিক্রম করছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা উপকূল এক্সপ্রেস নামের ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      