• ঢাকা বুধবার
    ১৭ ডিসেম্বর, ২০২৫, ২ পৌষ ১৪৩২

মানিকগঞ্জ সদরে ট্রাকের ধাক্কায় লেগুনার ৪ যাত্রী নিহত

প্রকাশিত: অক্টোবর ১১, ২০২৩, ১১:৪০ এএম

মানিকগঞ্জ সদরে ট্রাকের ধাক্কায় লেগুনার ৪ যাত্রী নিহত

ছবি: সংগৃহীত

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জ সদরে ট্রাকের ধাক্কায় লেগুনার চারজন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুজন।

বুধবার (১১ অক্টোবর) সকাল সাড়ে আটটার দিকে উপজেলার ভাটবাউর এলাকায় ওই দুর্ঘটনা সংঘটিত হয়। প্রাথমিক অবস্থায় হতাহতদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

মানিকগঞ্জ সদর থানার ওসি মো. আব্দুর রউফ সরকার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘সড়ক দুর্ঘটনায় তিনজন মারা গেছে এমন তথ্য পেয়েছি। থানা থেকে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। তবে এখনও নিহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।’

দুর্ঘটনার কারণে ঢাকা-আরিচা মহাসড়কে আধাঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। ফায়ার সার্ভিস জানিয়েছে, উন্নত চিকিৎসার জন্য আহত দুজনকে ঢাকায় পাঠানো হয়েছে।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ