 
              প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৩, ০২:০৬ এএম
 
                 
                            
              বরিশাল নগরীর মুসলিম কবরস্থানের ভেতর ঢুকে ঘাস ও গাছ-পাতা খাওয়ায় প্রায় এক বছর বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) খোঁয়াড়ে আটকে ছিল নয়টি ছাগল। নবনির্বাচিত সিটি মেয়রের নির্দেশনায় শুক্রবার মুক্তি পেয়ে মালিক শাহরিয়ার সাচিব রাজিবের কাছে ফিরে গেছে ছাগলগুলো। এর আগে গত বছরের ৬ ডিসেম্বর বিসিসি ছাগলগুলোকে আটক করে।
জানা গেছে, বিনা অনুমতিতে নগরীর মুসলিম কবরস্থানে ঢুকে ঘাস ও গাছের পাতা খেয়ে ফেলে ছাগলগুলো। এ অপরাধেই ছাগলগুলোকে আটক করা হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছিলেন তৎকালীন দায়িত্বশীল প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস।
এ বিষয়ে ছাগলের মালিক রাজিব নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতের কাছে মুক্তি চেয়ে আবেদন করেন।
আবেদনের পরিপ্রেক্ষিতে সিটি মেয়রের নির্দেশনায় বৃহস্পতিবার বিসিসি কর্তৃপক্ষ ছাগলগুলোকে মালিকের কাছে হস্তান্তর করেন। হস্তান্তরকালে বিসিসির বর্তমান প্রশাসনিক কর্মকর্তা আলমগীর হোসেন, রোড ইন্সপেক্টর রেজাউল কবির ও ইমরান হোসেন খান উপস্থিত ছিলেন।
জেকেএস/
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      