 
              প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৩, ০৭:৫৫ পিএম
-20231214075551.jpg) 
                 ছবি: সংগৃহীত
হবিগঞ্জ -চুনারুঘাট সড়কে ব্যাটারি চালিত ইজিবাইকের সঙ্গে পিকআপের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও ২ জন। গুরুতর আহত ২ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনো দুর্ঘটনায় হতাহতদের পরিচয় পাওয়া যায় না।
হবিগঞ্জ সদর থানার ওসি অজয় চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুরে শায়েস্তাগঞ্জ থেকে চুনারুঘাটগামী পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৫ জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করেন।
সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন
জেকেএস/
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      