 
              প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২৩, ১১:৩৩ এএম
 
                 
                            
              কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় একটি আগ্নেয়াস্ত্র ও একটি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের পিল্লারপাড়া এলাকার বেড়িবাঁধের ঢালু থেকে এটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, কুতুবদিয়ার উত্তর ধুরুং ইউনিয়নের পিল্লারপাড়া এলাকায় বেড়িবাঁধের ঢালুতে একটি আগ্নেয়াস্ত্র পরিত্যক্ত অবস্থা পড়ে আছে— এমন খবর পেয়ে পুলিশ সেখানে যায়। এ সময় সেখান থেকে দেশে তৈরি একটি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
কুতুবদিয়া থানার ওসি মোহাম্মদ গোলাম কবির বলেন, অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের অভিযান চলমান থাকবে এবং অবৈধ অস্ত্রধারী কারা খোঁজ নেওয়া হচ্ছে।
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      