• ঢাকা বৃহস্পতিবার
    ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

রংপুরে সাবেক মন্ত্রী নুরুজ্জামান ও রাঙ্গার নামে হত্যা মামলা

প্রকাশিত: আগস্ট ২৯, ২০২৪, ০৮:০১ পিএম

রংপুরে সাবেক মন্ত্রী নুরুজ্জামান ও রাঙ্গার নামে হত্যা মামলা

রংপুর ব্যুরো

নুরুজ্জামান আহমেদ (বাঁয়ে) ও মসিউর রহমান রাঙ্গা

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতের ঘটনায় রংপুরে সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ, সাবেক স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গাসহ ১২৮ জনের নামে হত্যা মামলা করা হয়েছে।

 

বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে মামলাটি করেন আন্দোলনে নিহত মাহমুদুর রহমানের বাবা আব্দুল মজিদ।

মামলায় বলা হয়, গত ৪ আগস্ট বাবার জন্য খাবার নিয়ে যাচ্ছিল মাহমুদুর রহমান। এ সময় বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা চালায় আন্দোলনবিরোধীরা। এতে আহত হয়ে প্রাণ হারায় মাহমুদ।

 

আদালত মামলাটি আমলে নিয়ে কোতোয়ালী থানাকে রেকর্ড করার আদেশ দিয়েছেন। এই আদালতেই ছাত্র আন্দোলনে শিক্ষার্থী জিমের গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁনসহ ৪৬ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা হয়েছে।

আর্কাইভ