প্রকাশিত: নভেম্বর ২, ২০২৪, ০৭:১৯ এএম
তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা আজ আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে। গত ৩১অক্টোবর নীলফামারী জেলার সদর উপজেলার দারোয়ানী টেক্সটাইল মিলস কলোনী মাঠে ফজরের নামাজের পরে আম বয়ান পেশের মাধ্যমে ইজতেমার আনুষ্ঠানিক শুরু হয়। আজ শনিবার (২ নভেম্বর) বেলা ১২টা ২৫ মিনিটে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয় এই ইজতেমার আনুষ্ঠানিকতা।
ফিলিস্তিনি শিশুদের জন্য নীলফামারীর দারোয়ানি টেক্সটাইল মাঠে অনুষ্ঠিত ইজতেমায় দোয়া
আয়োজক কমিটির সূত্রে জানা গেছে, ঢাকা কাকরাইল মসজিদের খতিবসহ বিভিন্ন দেশের অনেক ইসলামিক চিন্তাবিদরা উপস্থিত হন এবারের ইজতেমায়। মানব কল্যাণের পাশাপাশি তারা দ্বীনের দাওয়াত, ধর্ম ও আখিরাত সম্বন্ধে মূল্যবান বয়ান পেশ করেন। এছাড়াও একদিন আগে থেকেই এখানে উপস্থিত হন দেশের প্রতি জেলার তাবলিক জামায়াতের কমিটির সদস্যরা ও ধর্মপ্রাণ সাধারণ মুসলমানরা।