 
              প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৪, ০৭:১১ পিএম
 
                 
                            
              কক্সবাজারের উখিয়ায় নাফনদী থেকে একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৬ নভেম্বর) সকাল ৮টার দিকে বাংলাদেশ ও মিয়ানমার সীমান্ত সংলগ্ন উপজেলার পালংখালী ইউনিয়নের রহমতের বিল এলাকায় নাফ নদীতে লাশটি দেখতে পেলে পুলিশে খবর দেয় লোকজন। পরে জানা যায়, উদ্ধার মরদেহটি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আঞ্জুমমান পাড়ার মৃত মোহাম্মদ হোসেনের ছেলে ছৈয়দুল বশরের (১৯)।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৪ নভেম্বর ৫ জন বাংলাদেশী নাফ নদীতে মাছ ধরতে গেলে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী গ্রুপের হাতে জিম্মি হয়। এদের মধ্যে ছৈয়দুল বশরকে পিটিয়ে ও গুলি করে হত্যা করা হয়। উখিয়া উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) যারীন তাসনিম তাসিন বলেন, মাছ শিকারে গিয়ে দু’দিন আগে ৫ জন বাংলাদেশি অপহরণ হয়। এদের মধ্যে একজনের মরদেহ উদ্ধার হয়েছে। এ ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। উখিয়া থানা অফিসার্স ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফ হোছাইন জানান,মরদেহ উদ্ধারের পর প্রাথমিকভাবে সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      