 
              প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৪, ০৭:০০ পিএম
 
                 
                            
              কক্সবাজারের ঈদগাঁওতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় বৃদ্ধ নিহত হয়েছেন।
শুক্রবার সকাল ৮ টায় ইসলামপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মধ্যম নাপিত খালী সংলগ্ন রেল লাইনে এ দূর্ঘটনা ঘটে ।
ইউপি মেম্বার আলী আহমদ বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজার এক্সপ্রেস নাপিতখালী অতিক্রম করার সময় অজ্ঞাত পরিচয় উক্ত বৃদ্ধ ট্রেনে কাটা পড়েন। নিহত ব্যক্তির পরিচয় সনাক্ত করা যায়নি বলে জানান ইউপি মেম্বার ।
ঈদগাও থানার ওসি মছিউর রহমান বলেন, এ ব্যাপারে কেউ থানায় অবহিত করেনি । রেল লাইনে কোন দূর্ঘটনা ঘটলে জিআরপি (রেলওয়ে পুলিশ) লাশ উদ্ধার করবে বলেও জানান ওসি।
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      