 
              প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৪, ০৭:০৮ পিএম
 
                 
                            
              দীর্ঘ এক যুগ পরে দেশে ফিরেছেন নিউইয়র্ক মহানগর দক্ষিন বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা।
শুক্রবার দুপুরে তিনি ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের কাঠিপাড়া গ্রামের বাড়িতে আসেন। এসময় দলীয়নেতা-কর্মী ও এলাবাসীর ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন তিনি। স্থনীয়দের সাথে কুশল বিনিময় শেষে মায়ের কবর জিয়ারত করেন। দোয়া ও মিলাদে অংশ নেন। কর্নেল মোস্তাফিজুর রহমান সহ স্থানীয় শত শত মানুষ দোয়া ও মিলাদে উপস্থিত ছিলেন।
নিউইয়র্ক মহানগর দক্ষিন বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা বলেন, দীর্ঘ ১২ বছর আমি দেশে আসতে পারিনি। এই সময়ের মধ্যে আমার মা মারা গেছেন তার মৃতদেহও দেখতে পারিনি। ফেসিস আওয়ামী লীগ সরকার হাঠানো ও এ দেশে গণতন্ত্র পুন:প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করেছি। এদেশে কেউ সত্য কথা বলতে পারত না ।
শেখ হাসিনার গুম ও খুনের বিরুদ্ধে কেউ কথা বললে তাকে প্রতিহত করা হত। আমরা বিদেশে বসে অনেক আন্দোলন করেছি যার বলে দেশ আজ ফেসিস মুক্ত হয়েছে। ছাত্রজনতার আন্দোলনের ফলে আমরা দ্বিতীয় স্বাধীনতা ফিরে পেয়েছি। এই স্বাধীনতা আমাদের ধরে রাখতে হবে। সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে বিএনপিকে রাষ্ট্রিয় ক্ষমতায় আনতে হবে। তারেক রহমান হবেন এদেশের আগামীর প্রধানমন্ত্রী।
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      