 
              প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৪, ০৯:০৭ পিএম
 
                 
                            
              চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করছে জেলা আইনজীবী সমিতি।
বুধবার দুপুরে ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির চত্তরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, জেলা বিএনপির আহবায়ক ও জিপি এ্যাডভোকেট সৈয়দ হোসেন, জেলা আইনজীবী সমিতি সাধারণ সম্পাদক ও পিপি এ্যাডভোকেট মাহেব হোসেন ও জেলা জামায়েতের আমীর এ্যাডভোকেট হাফিজুর রহমান।
বক্তারা বলেন, যারা দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চায়, তাদের শক্ত হাতে দমন করতে হবে। চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের পর থেকে উগ্রবাদীরা চট্টগ্রামে মসজিদে হামলা করেছে, আইনজীবীকে হত্যা করেছে। কেউ যদি এ দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চায় এই দেশের মানুষ তাদের প্রতিহত করবে।
অবিলম্বে উগ্র সংগঠন ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। প্রতিবাদ সমাবেশ শেষে আইনজীবী সমিতি চত্ত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষীণ করে আইনজীবীরা।
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      