• ঢাকা মঙ্গলবার
    ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১ আশ্বিন ১৪৩২
পুলিশ একাডেমি

সারদায় প্রশিক্ষণরত আরও ৮ এসআইকে অব্যাহতি, একাডেমি ছাড়ার নির্দেশ

প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৫, ১১:৪৭ পিএম

সারদায় প্রশিক্ষণরত আরও ৮ এসআইকে অব্যাহতি, একাডেমি ছাড়ার নির্দেশ

রাজশাহী ব্যুরো

পুলিশ একাডেমি সারদায় প্রশিক্ষণরত আরও ৮ উপ-পরিদর্শককে (এসআই) অব্যাহতি দেওয়া হয়েছে। আজ বুধবার রাত ৮টার দিকে তাঁদের হাতে অব্যাহতিপত্র তুলে দেওয়া হয়। একইসঙ্গে রাত ৯টার মধ্যে তাঁদের একাডেমি থেকে মৌখিকভাবে বের হয়ে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

সারদা পুলিশ একাডেমির অধ্যক্ষ মাসুদুর রহমান ভুঞার পক্ষে অব্যাহতিপত্রে স্বাক্ষর করেন একাডেমির পুলিশ সুপার মো. তানভীর সালেহীন।

এর আগে, রোববার সন্ধ্যায় মাঠে নির্দেশনা না মেনে উচ্চস্বরে হইচই করার অভিযোগে ৮ এসআইকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। নোটিশে তাঁদের তিন কার্যদিবসের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়। নোটিশের চিঠিতে ব্যাখ্যায় সন্তুষ্ট না হলে তাঁদের অব্যাহতি দেওয়া হবে জানানো হয়েছিল।

এর আগে তিন ধাপে ৩১৩ জন এসআইকে মাঠে ও ক্লাসে বিশৃঙ্খলার অভিযোগ তুলে শোকজ করে একাডেমি। এরই মধ্যে তাঁদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর মধ্যে গত ২১ অক্টোবর ২৫২ জন, ৪ নভেম্বর ৫৮ জন ও সর্বশেষ ১৮ নভেম্বর ৩ জনকে অব্যাহতি দেওয়া হয়। এবার চতুর্থ ধাপে প্রায় একই অভিযোগে আরও আটজনকে শোকজের পর অব্যাহতি দেওয়া হলো।

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ