 
              প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৫, ০৭:২০ পিএম
 
                 
                            
              কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় র্যালি, আলোচনা সভা অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় সমাজসেবা দিবস-২০২৫ পালিত হয়েছে। পাকুন্দিয়া উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
বৃহস্পতিবার, ২ জানুয়ারি দুপুরে পাকুন্দিয়া উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. বিল্লাল হোসেন।
উপজেলা সমাজসেবা অফিসার মো. শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মামুন সরকার, উপজেলা কৃষি অফিসার নুরে আলম, চরফরাদী ইউপি চেয়ারম্যান আবদুল মান্নান, সুখিয়া ইউপি চেয়ারম্যান আবদুল হামিদ টিটু প্রমুখ। সভায় সাংবাদিকগণ, উপজেলা শিক্ষা অফিসারসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতর প্রধানগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান সরকার দেশের দুস্থ, দরিদ্র, অসহায় শিশু, প্রতিবন্ধী, কিশোর-কিশোরী, স্বামী পরিত্যক্তা নারী ওবয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা প্রবীণ ব্যক্তিসহ সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে।
সামাজিক সেবার পরিধি আরও বৃদ্ধি করতে সরকারি-বেসরকারি সংস্থাগুলোকে একযোগে কাজ করতে হবে। পাশাপাশি সেবামূলক কর্মকাণ্ডে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এর আগে উপজেলা নিবার্হী অফিসারের নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। র্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
 
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      