 
              প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৫, ০৭:৫৬ পিএম
 
                 
                            
              ঝালকাঠির নলছিটিতে অভিযান চালিয়ে অবৈধভাবে গড়ে তোলা একটি ইটের পাঁজা ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় পরিবেশ আইন লঙ্ঘন করে ইট পোড়ানোর দায়ে ওই ইট পাজার ম্যানেজারকে ৩ লাখ টাকা জরিমানা করা হয় ভ্রিাম্যমাণ আদালত।
শনিবার দুপুরে উপজেলার কুলকাঠি ইউনিয়নের বারইকরন কেটিসি ব্রিকস নামের ইট পাঁজায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। নলছিটি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নজরুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি জানায়, কেটিসি ব্রিকস নামের একটি ইটের পাঁজায় অভিযান চালিয়ে ইটভাটার ম্যানেজার লোকমান হাওলাদারকে তিন লাখ টাকা জরিমানা অনাদেয় তিন মাসের জেল দেওয়া হয়। পরে ইটগুলো ফায়ার সার্ভিসের কর্মীদের মাধ্যমে পানি দিয়ে নষ্ট করে দেওয়া হয়।
নলছিটি উপজেলা নির্বাহী অফিসার মো. নজরুল ইসলাম জানান, লাইসেন্স বা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া ইটভাটা স্থাপন বা চলমান রাখার সুযোগ নেই। লাইসেন্স ছাড়া ইটভাটার বিরুদ্ধে এ ধরণের অভিযান চলমান থাকবে।
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      