 
              প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৫, ১১:১৭ এএম
 
                 
                            
              গোপালগঞ্জে কাশিয়ানীতে বাসচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল ৬টার দিকে উপজেলার মহেশপুর ইউনিয়নের হিরণ্যকান্দি এলাকায় সাম্পান হাইওয়ে ইন রেস্টুরেন্টের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-বিষ্ণু দাসের ছেলে দিপু দাস (১৮), বাবুল নাগের ছেলে বিশাল নাগ (১৯) এবং মৃনারুল মৃধার ছেলে হৃদয় মৃধা (১৮)। তাঁদের প্রত্যেকের বাড়ি কাশিয়ানী উপজেলার পোনা কাদির পাড়া গ্রামে।

ভাঙ্গা হাইওয়ে থানার পরিদর্শক আবুল হাসেম মজুমদার জানান, ঢাকা থেকে খুলনাগামী একটি বাস ওই মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালকসহ অন্য দুই আরোহী নিহত হন। উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
পুলিশের এই কর্মকর্তা জানান, দুর্ঘনার পর বেশ কিছু সময় এ মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ গিয়ে মহাসড়কের যান চলাচল পরিস্থিতি স্বাভাবিক করে। পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ শেষে মরদেহ স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হবে।
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      