 
              প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৫, ০৮:০৪ পিএম
 
                 
                            
              সীমান্তের অতন্দ্র প্রহরী বিজিবি দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি সব সময় অসহায় ও বিপদাপন্ন জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়েছে। বেশ কিছুদিন যাবত শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় প্রচন্ড শীতে কষ্ট পাচ্ছে বিপর্যস্থ অসহায় মানুষগুলো। এমন পরিস্থিতিতে ২২ জানুয়ারি রাতে বর্ডার গার্ড বাংলাদেশ, ঠাকুরগাঁও সেক্টরের অধীনস্থ নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্ণেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটি রেল ষ্টেশনের হতদরিদ্র ছিন্নমুল দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র নিয়ে হাজির হয়েছেন।
তিনি বলেন মানবিক সহায়তার প্রয়োজনে এটা আমাদের চলমান প্রক্রিয়া। নীলফামারী-পঞ্চগড় সহ ৫৬ বিজিবি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বসবাসকারী অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ৩৫০ টি কম্বল বিতরণ করা হয়েছে।
তিনি আরও বলেন, সেক্টর সদর দপ্তর, ঠাকরুগাঁও কর্তৃক এ বছরে কয়েক পর্বে ঠাকুরগাঁও, পঞ্চগড় এবং নীলফামারী অঞ্চলে বসবাসকারী অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে দুই হাজারের অধিক কম্বল বিতরণ করা হয়েছে।
নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) এর অধিনায়ক বলেন, ভবিষ্যতেও বিজিবি কর্তৃক এ ধরনের সামাজিক কর্মসূচী অব্যাহত থাকবে যাতে করে এর সুবিধা সমাজের প্রান্তিক ও হতদরিদ্র মানুষ পেতে পারে। বিজিবি সদা সর্বদা অসহায় ও দরিদ্র জনসাধারণের পাশে থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      