 
              প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৫, ০৪:০৪ পিএম
 
                 
                            
              নড়াইল জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির মাওলানা নূরুন্নবী জিহাদীর জানাজা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় নড়াইল সদরের হবখালী স্কুল মাঠে জানাজায় ইমামতি করেন-জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
জানাজা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মিয়া গোলাম পরওয়ার বলেন, নির্বাচনের সাথে সংশ্লিষ্ট যত বিভাগ এবং ডিপার্টমেন্ট আছে, তা আগামী ছয় মাসের মধ্যে সংস্কার করা সম্ভব। সংস্কারগুলো সম্পন্ন করা হলে অন্তর্বর্তীকালীন সরকারের উচিত নির্বাচনকালীন একটি রোডম্যাপ ঘোষণা করা। একটি নির্বাচন নিরপেক্ষ করার জন্য গ্রহণযোগ্য যতটুকু সময় প্রয়োজন বাংলাদেশ জামায়াতে ইসলামী সেই যৌক্তিক সময় দিতে প্রস্তুত আছে।  
তিনি আরও বলেন, অনেকে বলছেন নির্বাচনের সময় খুব লম্বা হয়ে যাবে, আমরা বলি যেই নির্বাচনের জন্য আমরা ১৫ বছর অপেক্ষা করতে পারলাম; সেই নির্বাচন নিরপেক্ষ ও গ্রহনযোগ্য করার জন্য যদি ৩ থেকে ৪ মাস কমবেশি সময় প্রয়োজন হয় তাতে কোন সমস্যা না। টাইম আমাদের কাছে ইমপরট্যান্ট না ইমপরট্যান্ট নির্বাচন নিরপেক্ষতা। নির্বাচন নিরপেক্ষ হওয়ার জন্য যৌক্তিক যতটুকু সময় প্রয়োজন জামায়াতে ইসলামী সেই সময় দিতে প্রস্তুত আছে।
মিয়া গোলাম পরওয়ার বলেন, মাওলানা নূরুন্নবী জিহাদী প্রায় ১৪ বছর নড়াইল জেলা জামায়াতে ইসলামীর আমির ছিলেন। দ্বীন কায়েমে ইসলামী আন্দোলনে বলিষ্ঠ নেতৃত্ব দিয়েছেন তিনি। খুব ভালো মানুষ ছিলেন। নূরুন্নবী জিহাদীর মাগফেরাত কামনায় সবাই দোয়া করবেন।
এছাড়া জানাজায় অংশগ্রহণ করেন-অধ্যক্ষ আনোয়ার হোসেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সদর উপজেলা সভাপতি মোস্তাফিজুর রহমান আলেক, জেলা জামায়াতের আমির আতাউর রহমান বাচ্চু, সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সার, জামায়াত নেতা মির্জা আশেক এলাহী, অধ্যাপক মাহফুজুর রহমান, মাস্টার শফিকুল আলম, জাহাঙ্গীর হোসাইন হেলাল, মোহাম্মদ বারেক, জাকির হোসেন, আব্দুল্লাহ আল আমিন, মাওলানা আলমগীর হোসাইন, মাওলানা হাদিউজ্জামান, ইসলামী আন্দোলনের জেলা আমির মাওলানা খায়রুজ্জামানসহ মুসল্লিরা।
বার্ধ্যকজনিত কারণে নড়াইল জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির মাওলানা নূরুন্নবী জিহাদী (৭৮) শনিবার বিকেলে নিজ বাড়ি সদর উপজেলার কাগজীপাড়া গ্রামে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      