 
              প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৫, ০৭:৩৯ পিএম
 
                 
                            
              ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রথমবারের মতো ভারত থেকে ডাল আমদানি করা হয়েছে। ঢাকার আমদানিকারক প্রতিষ্ঠান এশিয়া ট্রেড ইন্টারন্যাশনাল এ পণ্যটি আমদানি করেছে।
সোমবার বিকালে ৫ টন ডাল ভর্তি ভারতীয় একটি ট্রাক স্থলবন্দরে এসে পৌঁছায়। এসময় ভারতীয় ট্রাক থেকে বাংলাদেশি ট্রাকে ডাল ভর্তি করেন বন্দর শ্রমিকরা।
পণ্যটি আমদানিতে কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্টের দায়িত্বে রয়েছেন আখাউড়া স্থলবন্দরের মেসার্স আদনান ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী আক্তার হোসেন।
তিনি যুগান্তরকে জানান, রমজানকে সামনে রেখে দেশের বাজারে ডালের চাহিদা থাকে। বাজারে ভালো মূল্য পাওয়া গেলে, এ পণ্যটির আমদানি বাণিজ্য বাড়বে।
আখাউড়া বন্দর সহকারী পরিচালক (ট্রাফিক) মাহমুদুল হাসান জানান, ঢাকার আমদানিকারক প্রতিষ্ঠান এশিয়া ট্রেড ইন্টারন্যাশনাল বন্দর দিয়ে ডাল আমদানির ঋণপত্র (এলসি) খুলেছে। প্রথমবারের মতো এ স্থলবন্দর দিয়ে আমদানি পণ্য হিসেবে ডাল প্রবেশ করল। তবে বাণিজ্য বাড়লে এ স্থলবন্দর দিয়ে রাজস্ব আয়ও বাড়বে বলে তিনি মনে করেন।
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      