 
              প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৫, ১১:৩০ এএম
 
                 
                            
              বরিশালে বাস শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে রূপাতলী বাস টার্মিনাল থেকে ১৫টি রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) সকাল ৬টা থেকে ধর্মঘট শুরু করে পরিবহন শ্রমিকরা।
মঙ্গলবার বিকেলে রূপাতলী এলাকায় একটি অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে বাস ভাঙচুরের ঘটনা ঘটে। শ্রমিকদের দাবি বাস ভাঙচুরের সময় শ্রমিকদের মারধর করা হয়েছে। তারা নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়ে ধর্মঘট শুরু করে।
শ্রমিকরা জানিয়েছে, বিভিন্ন সময় শ্রমিকদের মারধর করা, বাস ভাঙচুর করা হচ্ছে। এমনভাবে সড়কে বাস চলানো তাদের জন্য আতঙ্কের। তাই যতক্ষণ পর্যন্ত নিরাপত্তা নিশ্চিত না করা হবে ততক্ষণ পর্যন্ত তারা ধর্মঘট চালিয়ে যাবেন।
ধর্মঘটের কারণে বিপাকে পরেছে দূর-দূরান্তের যাত্রীরা। সকাল থেকে বাসস্ট্যান্ডে এসে বাস না পাওয়ায় বিকল্পভাবে গন্তব্যে যেতে হচ্ছে তাদের। আর এ সুযোগে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে সিএনজি, মাহিন্দ্রা ও অটোরিকশাচালকদের বিরুদ্ধে। দ্রুত বিষয়টি সমাধান না করলে দুর্ভোগ আরও বাড়বে।
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      