• ঢাকা শুক্রবার
    ০৭ ফেব্রুয়ারি, ২০২৫, ২৫ মাঘ ১৪৩১

নীলফামারীর জলঢাকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২ জন

প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৫, ১০:৫১ পিএম

নীলফামারীর জলঢাকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২ জন

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর জলঢাকা উপজেলায়  ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংর্ঘষে দুইজন নিহত হয়েছেন । নিহতরা হলেন চৈতনের ঘাট এলাকার মৃত সিরাজের ছেলে আব্দুস সালাম (৬৫) এবং অটোচালক রনি (৩৫)। বুধবার (২৯ জানুয়ারি) সকালে মন্থেরডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় চারজন আহত হয়েছেন।
প্রত্যক্ষর্দশী ও স্থানীয়রা জানায়, সকালে ঘন কুয়াশায় যাত্রী নিয়ে একটি র্চাজার অটোভ্যান গোলমুন্ডা এলাকা থেকে জলঢাকা দিকে যাচ্ছিল। এসময় ডালিয়াগামী একটি ট্রাক তাদের চাপা দেয়। ঘটনাস্থলে একজন মারা যান। এতে আহত হন পাঁচজন।

আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আশংকাজনক অবস্থায় রনি ও আব্দুল গফফার নামের দুইজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে রনিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

জলঢাকা উপজলো স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে উপ-সহকারী মেডিকেল অফিসার ডা. ইরফান বলেন, ‍‍`আমরা মৃত অবস্থায় একজনকে পেয়েছি।‍‍`

জলঢাকা থানার ভারগ্রাপ্ত র্কমর্কতা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসনে বলনে, সড়ক দুর্ঘটনায় দুইজন মারা গেছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে একটি ব্যাটারি চালতি অটোরিকশা ও ট্রাকটি জব্দ করা হয়েছে। ট্রাক চালক কারিমুলকে (২২) আটক করা হয়েছে।

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ