 
              প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৫, ০৮:০৪ পিএম
 
                 
                            
              বাউফলে অটো চালক সুজন হাওলািদারকে কুপিয়ে হত্যা করায় খুনিদের দৃষ্টান্তমূলক বিচার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী (৩০জানুয়ারি) বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার আমিরাবাদ এলাকায় ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে মানববন্ধন শেষে একটি র্যালি বের করেন তারা।
এসময় সুজনের ৪ বছরের ছেলে আরিয়ান ও ৩ বছরের কন্যা সুমাইয়া ওই মানববন্ধনে উপস্থিত থেকে পিতার হত্যাকারীদের বিচারের দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, সুজন একজন নিরিহ ও গরিব লোক। স্থানীয় একব্যাক্তি গত কয়েক মাস আগে তাকে একটি আটোরিক্সা কিনে দেন। অটো চালিয়ে সে জিবীকা নির্বাহ করেন। কিন্তু ঘটনার দিন আমিরাবাদ বাজারের কাছে একটি নির্মানাধিন ব্রিজের কাছে সুজনকে পথ রোধ করে ৫ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। চাদার টাকা না দিকে পারায় সুজনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। ওই ঘটনায় স্থানীয় বিএনপি নেতা জাহাঙ্গীর হোসন ও তার ভাতিজা মিরাজসহ ১০জনকে দায়ি করেন বক্তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় পীরজাদা মশিউর রহমান, আওলানা আবদুর রহমান, চাচা আ. মান্নান হাওলাদার, বাবা নবী আলী হাওলাদার, স্ত্রী ফাহিমা আক্তার ও তার মাসহ স্থানীয় গন্যমাণ্য ব্যাক্তিবর্গ।
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      