 
              প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৫, ০৮:৩৩ পিএম
 
                 
                            
              লালমনিরহাট কালীগঞ্জে বিয়ে করে বউ নিয়ে বাড়ি ফেরার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে জাহেদুল ইসলাম (২২) নামে এক যুবককে মৃত্যু হয়েছে।
রোববার রাত ১২টার দিকে উপজেলার তুষভান্ডার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জাহেদুল ইসলাম উপজেলার কাকিনা ইউনিয়নের ওয়াবদা বাজার এলাকার মহুবার রহমানের ছেলে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সেলিম মালিক।
স্থানীয়রা জানায়, সন্ধ্যায় বরযাত্রী নিয়ে কালীগঞ্জের চৌধুরীরহাট এলাকায় কনের বাড়িতে যান। বিয়ে শেষে নববধূ নিয়ে ফেরার পথে জাহিদুল ইসলাম তুষভান্ডার বাজার এলাকা পার হলে রাস্তায় অসুস্থ্য হয়ে পড়েন। পরে আত্মীয়স্বজন ও বরযাত্রীরা তাকে অসুস্থ্য অবস্থায় রংপুর মেডিকেলে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
কাকিনা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ শাহাবুদ্দিন বলেন, ঘটনাটি শুনে সেখানে গ্রাম পুলিশ পাঠিয়েছিলাম। গতরাতে বিয়ে করে ফেরার পথে নববিবাহিত বর জাহিদুল ইসলাম অসুস্থ হয়ে মারা যান।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ওসি সেলিম মালিক বলেন, বিষয়টি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্তের পর পুরো ঘটনা জানা যাবে।
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      