 
              প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৫, ০৩:৩৬ পিএম
 
                 
                            
              “মেধা ও সততায় গড়ব সবার বাংলাদেশ” এ প্রতিপাদ্য সামনে নিয়ে রাঙ্গামাটিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের
৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে `বর্ণাঢ্য র্যালি` ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 
রাঙ্গামাটি পৌরসভার চত্বর থেকে র্যালি  শুরু হয়ে বনরুপা পুলিশ বক্সের  গিয়ে শেষ হয়। সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয় ।
র্যালিতে বিভিন্ন কালেমা খচিত পতাকা ব্যানার নিয়ে ছাত্রশিবিরের নেতা কর্মীরা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
ইসলামী ছাত্রশিবির রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি শহিদুল ইসলাম শাফির সভাপতিত্বে অনুষ্ঠিত 
র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল আলিম  । বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারী মনসুরুল হক, সাবেক শিবির নেতা এ্যাড, হারুনর রশিদ।  সমাবেশে ছাত্র শিবির ও জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সমাবেশে বক্তারা বলেন, ফ্যাসিস্ট স্বৈরাচারী হাসিনার পতন আন্দোলনে ছাত্র জনতার যে অভ্যুত্থান হয়েছে তাতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের অবদান অসামান্য।
তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা হত্যাযজ্ঞ চালিয়েছে তাদেরকে অবিলম্বে আইনের আওতায় এনে বিচার করতে হবে। আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। শহীদদেরকে রাষ্ট্রীয় মর্যাদা দিতে হবে বলেও দাবি জানান বক্তারা।
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      