 
              প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৫, ১০:৪৭ পিএম
 
                 
                            
              ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্দেশে আমতলী শহরে লিফলেট বিতরণের অভিযোগে বরগুনা জেলা যুবলীগ সহ-সভাপতি এলমান আহম্মেদ সুহাদ তালুকদারকে পুলিশ গ্রেফতার করেছে। শুক্রবার দুপুরে উপজেলা পরিষদ সড়কের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্দেশে প্রায়াত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন তালুকদারের ছেলে বরগুনা জেলা যুবলীগ সহ-সভাপতি এলামান আহম্মেদ সুহাদ তালুকদার বুধবার আমতলী শহরের বিভিন্ন সড়কে লিফলেট বিতরণ করেন। একই সঙ্গে তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালিয়ে আসছেন। তার এমন লিফলেট বিতরণ ও অপপ্রচার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। লিফলেট বিতরণ ও সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগে শুক্রবার আমতলী উপজেলা পরিষদ সড়কের সামনে থেকে তাকে গোয়েন্দা পুলিশ গ্রেফতার করেছে। পরে তাকে তারা আমতলী পুলিশে সোপর্দ করা হয়।
আমতলী থানার ওসি মো. আরিফুল ইসলাম আরিফ বলেন, বরগুনা ডিবি পুলিশ এলমান আহম্মেদ সুহাদ তালুকদারকে গ্রেফতার করে থানায় সোপর্দ করেছে। তার বিরুদ্ধে ডিবি পুলিশ মামলার প্রস্তুতি নিচ্ছে।
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      