 
              প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৫, ০৯:৩৯ পিএম
 
                 
                            
              জয়পুরহাটের কালাই উপজেলার পুনট ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বিএনপির ঘোষিত কমিটিকে প্রতিহত করাকে কেন্দ্র করে দুই গ্রুপের কর্মী-সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দিলে প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা করা হয়েছে। এক পক্ষের দাবী, সম্মেলন না করে বাড়ীতে বসে পকেট কমিটি ঘোষণা করা হয়েছে। তবে আরেক পক্ষ বলছে সম্মেলন করে সাংগঠনিক নিয়মতান্ত্রিক ভাবেই ৯টি ওয়ার্ডের কমিটি ঘোষণা করা হয়েছে। আজ রোববার বিকেলে ৩ টা থেকে আগামীকাল সোমবার সকাল ৮ টা পর্যন্ত পুনট বাসস্ট্যান্ড এলাকায় ১৪৪ ধারা জারি থাকবে।
কালাই উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইফতেকার রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পুনট ইউনিয়ন বিএনপির কমিটি ঘোষনা কে কেন্দ্র করে দেশীয় অস্ত্র যেমন, দা, হাঁসুয়া, লাঠি-সোটা হাতে নিয়ে বহনসহ অবস্থান করতে থাকে। এমবস্থায় কালাই উপজেলার পুনট বাসস্ট্যান্ড এলাকাসহ সমগ্র পুনট ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং জনসাধারণের জানমালের ক্ষতির আশঙ্কায় রোববার বিকেল ৩টা থেকে আগামীকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন।
কালাই উপজেলা বিএনপির আহবায়ক ইব্রাহিম হোসেন বলেন, পুনট ইউনিয়ন বিএনপির কার্যালয়ে উপজেলা ও ইউনিয়ন বিএনপির আহবায়কদের উপস্থিতিতে বেলা ১২ টা থেকে দুপুর ২টা পর্যন্ত কাউন্সিলরদের কণ্ঠ ভোটে ৯টি ওয়ার্ডের কমিটি ঘোষণা করা হয়েছে। যা দলীয় নিয়মতান্ত্রিক ভাবে করা হয়েছে। সাবেক সাংসদ গোলাম মোস্তফার নেতৃত্বে দেশীয় অস্ত্র সহ পুনটে এসে যে কর্মকান্ড করেছে, তা সংগঠন বিরোধী।
কমিটি ঘোষণার খবর পেয়ে সাবেক সাংসদ ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা নিজেই তার কর্মী-সমর্থকদের সাথে নিয়ে ঘোষিত কমিটি প্রতিহত করার জন্য দেশীয় অস্ত্র লাঠি-সোটা হাতে নিয়ে পুনট বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে অবস্থান নেন। এসময় বিএনপির উভয় গ্রুপের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে প্রশাসনের লোকজন সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিতে ১৪৪ ধারা জারি করেন।
বক্তব্য নেওয়ার জন্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হয়। তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে তার কালাইয়ে প্রতিনিধি ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আনিছুর রহমান তালুকদার বলেন, রাতের অন্ধকারে ঘরে বসে যে কমিটি গঠন করে আজ ঘোষণা করা হয়েছে তা আমরা মানিনা। গঠনতন্ত্রের আলোকে পুনরায় কমিটি ঘোষণা করতে হবে। ঘোষণার খবর শুনে আমরা পুনটে গিয়েছিলাম, পথে সেনাবাহিনী ও পুলিশ বাধাঁ দেয়। তাছাড়া ১৪৪ ধারা জারি করে প্রশাসন। সে কারনে আমরা ফিরে আসছি।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, পুনটে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করেছেন। যদি কেউ আইন অমান্য করার চেষ্টা করেন, তাহলে কঠোর হস্তে দমন করা হবে। বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে।
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      