 
              প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৫, ১১:৪২ পিএম
 
                 
                            
              কিশোরগঞ্জে মোবাইলফোনে কথা বলতে বলতে রেললাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে আব্দুল মজিদ (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬ টার দিকে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের অদূরে সিদ্ধেশ্বরী কালীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল মজিদ কিশোরগঞ্জের নিকলী উপজেলার ভাটি বরাটিয়া গ্রামের বাসিন্দা।
কিশোরগঞ্জ রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৬টার দিকে কিশোরগঞ্জ থেকে আন্ত:নগর এগারো সিন্দূর প্রভাতি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। এ সময় সিদ্ধেশ্বরী কালীবাড়ি রেলক্রসিংয়ে মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইন পার হচ্ছিল আব্দুল মজিদ।
এসময় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া আন্তঃনগর এগারো সিন্দূর প্রভাতি ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
কিশোরগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ লিটন মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      