 
              প্রকাশিত: মার্চ ৫, ২০২৫, ০৬:৩৩ পিএম
 
                 
                            
              মানিকগঞ্জের যুবক জুলহাস মোল্লা ‘আলট্রা লাইট (আরসি)’ মডেলের একটি বিমান তৈরি করে চমক সৃষ্টি করেছেন। তার এমন কাজে খুশি হয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার (৫ মার্চ) সকালে ‘আমরা বিএনপি পরিবার’ এর একটি প্রতিনিধি দল তার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে আর্থিক সহায়তা তুলে দেন।
প্রতিনিধি দল জানায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে জুলহাস মোল্লার সঙ্গে সাক্ষাৎ করতে যান তারা। তার এই উদ্ভাবনী কাজ দেখে যেমন অভিভূত হয়েছেন, তেমনি প্রশংসাও করেছেন তিনি। দেশের ভেতরে যেকোনো একটি ফ্লাইটের টিকিট করে তাকে প্লেনে চড়ানোর মাধ্যমে উৎসাহ প্রদান করা হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে তাকে কিছু আর্থিক সহযোগিতা করা হয়েছে।
এছাড়াও, ভবিষ্যতে বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে জুলহাস মোল্লার এই উদ্ভাবনী কাজে সরকারি প্রণোদনা এবং সহায়তা দেওয়ার বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে।
উল্লেখ্য, মানিকগঞ্জের শিবালয়ের তেওতা ইউনিয়নের বিলপাড়া গ্রামের কৃষক জলিল মোল্লার ছেলে জুলহাস রহমান মোল্লা (২৮)। ঢাকায় ইলেকট্রিক মিস্ত্রির কাজের পাশাপাশি চার বছরের চেষ্টায় নিজেই ‘আলট্রা লাইট (আরসি)’ বিমান তৈরি করে আলোচনায় এসেছেন।
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      